ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

ঢাকা: ২০১৯ সালে সর্বোচ্চ বৈদেশিক রেমিট্যান্স আহরণের জন্য ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৮ ফেব্রুয়ারি (শনিবার) রাজধানীর একটি হোটেলে এনআরবি আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের কাছ থেকে ‘গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২০’ পুরষ্কার গ্রহণ করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান মো. ওমর ফারুক খান।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম রব্বানী ও সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।