ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নেসক্যাফে প্রেজেন্টস শূন্য আনপ্লাগড

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
নেসক্যাফে প্রেজেন্টস শূন্য আনপ্লাগড

ঢাকা: নেসলে বাংলাদেশ লিমিটেড ও ব্যান্ড দল শূন্য একসঙ্গে নিয়ে আসছে ‘নেসক্যাফে প্রেজেন্টস শূন্য আনপ্লাগড’। এটি শূন্য ব্যান্ডের প্রথম আনপ্লাগড গানের সিরিজ।

গত ১০ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে বলে রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা, শূন্য ব্যান্ড দলের সদস্যরা ও মিডিয়া কন্সালট্যান্টস লিমিটেড (ওয়েভমেকার) সহকারী পরিচালক আশরাফুল আনাম ফাহিম।

 

এ চুক্তির মাধ্যমে মুক্তি পাবে শূন্য ব্যান্ডের চারটি অরিজিনাল গানের আনপ্লাগড সংস্করণ। গানগুলো হলো- ‘বেদনা, ঝরিয়ে দাও, স্মৃতির ছেঁড়া পাতায় ও রাজাহীন রাজ্য’। এই সিরিজটির প্রথম গানটি গত ১৪ ফেব্রুয়ারি শূন্য ব্যান্ডের ফেসবুক ও ইউটিউব পেইজে মুক্তি পায়।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।