ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু ট্রাক থেকে পেঁয়াজ নামাচ্ছেন শ্রমিকরা। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): দীর্ঘ ৫ মাস পর ভারত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ভারত থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

রোববার (১৫ মার্চ) ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে খুলনার হামিদ এন্টার প্রাইজের নামে ৬৩ মেট্রিক টনের একটি পেঁয়াজের চালান আমদানি করা হয়।

এর আগে বন্যায় উৎপাদন সংকট দেখিয়ে ভারত সরকার গত বছরের (২৯ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়।

পেঁয়াজ আমদানিকারক খুলনার হামিদ এন্টারপ্রাইজের প্রতিনিধি জনি ইসলাম বলেন, বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে তাদের ভারতের নাসিক শহর থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, আমদানি করা পেঁয়াজ কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে যাতে ব্যবসায়ীরা দ্রুত ছাড় করাতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে ৩০৫ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে।

এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা বেড়েছে। এতে শ্রমিকদের মধ্যেও আনন্দ উল্লাস দেখা যায়।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।