ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করোনা শনাক্তকরণ কিটসহ বেশকিছু পণ্য আমদানিতে শুল্ক অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
করোনা শনাক্তকরণ কিটসহ বেশকিছু পণ্য আমদানিতে শুল্ক অব্যাহতি

ঢাকা: করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, আইসোপ্রোপাইল অ্যালকোহল, কোভিড-১৯ সব টেস্ট কিট, ডায়াগনস্টিক ইন্সট্রুমেন্ট ও সার্জিক্যাল মাক্সসহ বেশকিছু পণ্য আমদানিতে সব ধরনের আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), আগাম ও অগ্রিম কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এনবিআর। এ সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত পাবেন আমদানিকারকরা।

তবে এনবিআর প্রজ্ঞাপনে শর্ত দিয়েছে যে, সব পণ্য আমদানি করার ক্ষেত্রে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদিত হতে হবে। এ ছাড়া আমদানি করা পণ্যগুলো মানসম্মত কিনা তা নিয়মিত তদারকি করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

করোনা ভাইরাসের বৈশ্বিক মোকাবিলায় আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ক্ষমতা বলে সরকার জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ডের সহিত পরামর্শক্রমে এ অব্যাহতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।