ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২৬ মার্চ থেকে খুলনার সব মার্কেট বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
২৬ মার্চ থেকে খুলনার সব মার্কেট বন্ধ

খুলনা: করোনা ভাইরাস প্রতিরোধে খুলনার সব ধরনের মার্কেট ও শপিংমলসহ অন্য ব্যবসা প্রতিষ্ঠান আগামী ২৬ মার্চ থেকে ০৪ এপ্রিল তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনার সব ওষুধের দোকান, ক্লিনিক ও হাসপাতাল, কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান, খাবারের দোকান ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যতীত খুলনার সব ধরনের মার্কেট, শপিংমলসহ অন্য ব্যবসা প্রতিষ্ঠান ২৬ মার্চ থেকে ০৪ পর্যন্ত বন্ধ থাকবে।



এছাড়া করোনা ভাইরাস সতর্কতায় সরকারের যে কোন নির্দেশনা গুরুত্বের সঙ্গে মেনে চলার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।