ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হবিগঞ্জের ব্যাংকগুলোতে ঝুঁকিপূর্ণ ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
হবিগঞ্জের ব্যাংকগুলোতে ঝুঁকিপূর্ণ ভিড় ব্যাংকগুলোতে ঝুঁকিপূর্ণ ভিড়। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: করোনা ভাইরাস মোকাবিলায় ঘরে এবং বাইরে ৩ ফুট দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশনা থাকলেও এই নিয়মের বাইরে গিয়ে হবিগঞ্জের ব্যাংকগুলোতে সেবা নিচ্ছেন গ্রাহকরা। দেশে করোনার কমিউনিটি ট্রান্সমিশন শুরুর পর লোকজনের এ ঝুঁকিপূর্ণ ভিড় যেকোনো মূল্যেরোধ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জ শহরের একটি ব্যাংকের সামনে প্রায় ১৫ ফুট জায়গায় দেড় শতাধিক গ্রাহকের ভিড়। একজনের আরেকজনের সঙ্গে গাঁ ঘেঁষে দাঁড়ানো।

চলমান করোনা পরিস্থতিতে যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এছাড়া হবিগঞ্জ জেলা শহরের সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে গিয়েও দেখা যায় একই অবস্থা। সেবা নিতে আসা গ্রাহকরা মানছেন না স্বাস্থ্যবিধি। সরকারি ব্যাংকগুলো প্রতিদিন এবং বেসরকারি ব্যাংকগুলো সপ্তাহে দুইদিন ১০টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকছে। দায়িত্বও পালন করছেন কম সংখ্যক কর্মকর্তা। আর কম সময়ে দিতে হচ্ছে বেশি সেবা। যে কারণে গ্রাহক সংখ্যা বেশি হওয়ায় দায়িত্বপ্রাপ্তদের হিমশিম খেতে হয় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা।

স্থানীয়রা জানান, যেহেতু দেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে, তাই সব জায়গায়ই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাফেরা নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যাপারে জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

হবিগঞ্জ একটি ব্যাংকের ব্যবস্থাপক এ ব্যাপারে বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার সকালে ব্যাংকের সামনে লোকজনের ব্যাপক ভিড় হয়। শুরুতে ব্যাংক কর্তৃপক্ষ  সামাজিক দূরত্ব নিশ্চিতের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানায় খবর দিলে পুলিশ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সেবা গ্রহণে বাধ্য করে।

এ ব্যাপারে হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বাংলানিউজকে বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলাজুড়ে কাজ করছে প্রশাসন। ব্যাংকগুলোতে আসা গ্রাহকদের স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।