ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪০ হাজার পরিবারের পাশে ‘মি. নুডলস’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
৪০ হাজার পরিবারের পাশে ‘মি. নুডলস’

ঢাকা: বিদ্যানন্দ ফাউন্ডেশনের চলমান ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সহায়তায় এগিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় নুডলস ব্র্যান্ড মি. নুডলস। 

সম্প্রতি মি. নুডলসের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে ৪০ হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে নুডলস বিতরণ করা হয়েছে।

মি. নুডলসের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) তোষণ পাল বলেন, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্তমানে সাধারণ ছুটি চলছে।

এর ফলে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে সহায়তার জন্য আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকায় আহার’ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছি। ভবিষ্যতেও আমাদের এ রকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
পিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।