ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পায়রা বন্দরে করোনা সুরক্ষাসামগ্রী দিল সাইফ পাওয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, জুন ১৭, ২০২০
পায়রা বন্দরে করোনা সুরক্ষাসামগ্রী দিল সাইফ পাওয়ার

চট্টগ্রাম: বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে পায়রা বন্দরে সুরক্ষা সামগ্রী দিয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

এর মধ্যে ছিলো ১ হাজার পিস সার্জিক্যাল মাস্ক, ৩০০ পিস রাবার গ্লাভস, ২৫ পিস পিপিই, ২৫ পিস গগলস, ৫ পিস ইনফার্ট থার্মোমিটার ও ৫ লিটার হেক্সিসল।

বুধবার (১৭ জুন) পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান  কমডোর হুমায়ুন কল্লোলের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার মো. রুহুল  সাইফ ও আমিনুজ্জামান।  

পায়রা বন্দর কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর এম জাকিরুল ইসলাম,
সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার এম রাফিউল হাসাইন, পরিচালক (প্রশাসন) মহিউদ্দিন আহমেদ খান, প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান।  

সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল  আমিন ভবিষ্যতে পায়রা বন্দর কর্তৃপক্ষের যেকোনো প্রয়োজনে পাশে থাকবেন বলে জানান।

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল এ মহামারীর সময় দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের  প্রশংসা করেন ।

এর আগে সাইফ পাওয়ার টেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান, চট্টগ্রাম বন্দরে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ, ৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৪টি ভেন্টিলেটর উপহার দেন। দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ, বন্দরের দুস্থ শ্রমিকদের খাদ্য ও প্রণোদনা, ক্রীড়াঙ্গনের অসহায়দের মানবিক সহায়তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।