ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিআইটিআইডিকে আরটি-পিসিআর মেশিন দিল বিজিএমইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
বিআইটিআইডিকে আরটি-পিসিআর মেশিন দিল বিজিএমইএ

ঢাকা: চট্টগ্রাম অঞ্চলের জনসাধারণের কোভিড-১৯ পরীক্ষার সুবিধার্থে বাংলাদেশ ইনস্টিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ফৌজদারহাট চট্টগ্রামকে একটি আরটি-পিসিআর মেশিন অনুদান দিয়েছে তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ।

শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাইজে এক অনুষ্ঠানের মাধ্যমে এ মেশিন বিআইটিআইডিকে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গৌতম বৌদ্ধ দাশ, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, বিআইটিআইডি’র পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান, বিজিএমইএ’র সহ-সভাপতি এম এ চৌধুরী সেলিম, পরিচালক অঞ্জন শেখর দাশ, মোহাম্মদ আতিক, খন্দকর বেলায়েত হোসেন, এনামুল আজিজ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে এবিএম আজাদ বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য সচেতনতা প্রতিপালনসহ আক্রান্তদের দ্রুত সেবার জন্য কোভিড টেস্টের লক্ষ্যে বিজিএমইএ বিআইটিআইডিকে আরটি-পিসিআর মেশিন অনুদান হিসেবে দেওয়া সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।  

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২০
ইএআার/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।