ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিএসইর ওয়েবসাইট বিভ্রান্তিতে ক্ষতির মুখে বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
ডিএসইর ওয়েবসাইট বিভ্রান্তিতে ক্ষতির মুখে বিনিয়োগকারীরা ডিএসইর লোগো

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন ওয়েবসাইটের বিভ্রান্তিতে ক্ষতির মুখে পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাদের মতে, ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইট ভিজিট করতে না পারায় নির্ধারিত সময়ে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারছেন না।

বৃহস্পতিবার (২০ আগস্ট) একাধিক বিনিয়োগকারী লেনদেনের শুরুতে ওয়েবসাইট ভিজিট করতে না পারায় এমন অভিযোগটি করেছেন।

বিনিয়োগকারীরা বলেন, গত দু’দিন ধরে আমরা সাইটে ঢুকতে পারছি না। নতুন সাইট উদ্বোধন হয়েছে আমরা মনে করেছিলাম আগের চেয়ে দ্রুত সময়ে সাইট ভিজিট করতে পারবো, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। এখন লেনদেন করতে সিকিউরিটিজ হাউজে ফোন করে ট্রেডারের কাছ থেকে খবর নিতে হচ্ছে। এরপর শেয়ার ক্রয়-বিক্রয় করছি। একজন ট্রেডারকে কতবার ফোন দেওয়া যায়। এতে আমরা নিজেরাও বিভ্রান্তির মধ্যে পড়ছি বলে জানান তারা।

এ ব্যাপারে সাধারণ বিনিয়োগকারী আতাউল্লাহ নাঈম বাংলানিউজকে বলেন, গত দু’দিন ধরে আমরা বিভ্রান্তির মধ্যে রয়েছি। প্রথমদিন সাইটটি উদ্বোধন হওয়ার পর ভেবেছিলাম আজ হয়তো একটু সমস্যা হয়েছে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু বৃহস্পতিবারও লেনদেন শুরু পর থেকে সাইটে ঢুকতে পারছি না। সাইট নিয়ে কী হচ্ছে বুঝতে পারছি না। আমরা পুরোটাই অন্ধকারের মধ্যে রয়েছি। নির্ধারিত সময়ে শেয়ারের দাম কমা বা বাড়া কিছুই দেখতে পাচ্ছি না। ট্রেডারকে বারবার ফোন করছি, এভাবে কতবার ফোন দেবো। একজন ট্রেডার শুধু আমারই কাজ করবে এমনটি নয়, তাই নির্ধারিত সময়ে শেয়ারের দাম কমা বা বেড়ে যাওয়া দেখতে না পারায় আমরা ক্ষতির মুখে পড়ছি।

তিনি বলেন, কর্তৃপক্ষের উচিত ছিল নতুন এ ওয়েবসাইটটি কিছুদিন ট্রায়াল করে তারপর ওপেন করা। জানি না সেটি করেছেন কিনা। যদি করেই থাকেন তাহলে কেন এমন সমস্যাটি দেখা দেবে বলেও তিনি উল্লেখ করেন।

হাউজে না গিয়ে বাসায় বসে আমরা শেয়ারের ক্রয় ও বিক্রয়াদেশ দেই। অথচ গত দু’দিন ধরে এটি দিতে পারছি না। এতে আমরা পুরোটাই অন্ধকারে রয়েছি। সাইট দেখতে না পারার কারণে শেয়ার ক্রয় বা বিক্রয় করতে পারছিনা বলে জানালেন ইবিএল সিকিউরিটিজের বিনিয়োগকারী মোহাম্মদ সেলিম।

তিনি বাংলানিউজকে বলেন, অচিরেই বিভ্রান্তি দূর করতে হবে। ওয়েবসাইট না দেখে কীভাবে ক্রয়-বিক্রয় করবো। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এ ব্যাপারে জানতে চাইলে ডিএসইর ডিজিএম ও জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, নতুন আপডেট ভার্সনের সাইট উদ্বোধনের পর গত দু’দিন কিছুটা যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। বুধবারও সমস্যা সমাধানে কাজ চলেছে, বৃহস্পতিবারও চলছে। আশা করছি, এ সমস্যা অচিরেই ঠিক হয়ে যাবে।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএসইর আপডেট ভার্সনের ওয়েবসাইটটি উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান ইউনুসুর রহমান।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২০
এসএমএকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।