ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৭ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করলো ইউবিএল-ইউসিএল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
৭ কোটি ৭০ লাখ টাকার চেক হস্তান্তর করলো ইউবিএল-ইউসিএল

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে প্রায় ৭ কোটি ৭০ লাখ টাকার দু’টি চেক হস্তান্তর করেছেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) লিগাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি রাশেদুল কাইয়ুম এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) ম্যানেজিং ডিরেক্টর কে এস এম মিনহাজ।  

সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে এ চেক হস্তান্তর করা হয়।

শ্রমিকের কল্যাণে অবদান রাখার জন্য এ অনুদানটি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ কে দেওয়া হয়েছে।

চেক হস্তান্তরকালে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন এনডিসি, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর হাসনাইন টি আহমেদ এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামীমা আক্তার।

ইউবিএল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যারা ৫৫ বছরেরও বেশি সময় ধরে এদেশে কার্যক্রম পরিচালনা করছে। দেশের প্রতি ১০টি পরিবারের নয়টিই তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে ইউবিএলের এক বা একাধিক পণ্য ব্যবহার করে থাকে।

লাক্স, লাইফবয়, সার্ফ, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন, ডাভ, তাজা, পিওরইটসহ ২১টিরও বেশি ব্র্যান্ডের মাধ্যমে দেশের কোটি মানুষের প্রাত্যাহিক জীবনের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে ইউবিএল। ইউবিএল, বিশ্বের শীর্ষস্থানীয় মোড়কজাত পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনিলিভারের একটি সহযোগী প্রতিষ্ঠান। ইউনিলিভার সারা বিশ্বে ১৯০টিরও বেশি দেশে মোড়কজাত পণ্য সরবরাহ করে থাকে। টেকসই জীবনমান নিশ্চিত করার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করছে ইউবিএল। পরিবেশ রক্ষার পাশাপাশি নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাবও রেখে চলেছে ইউবিএল।

ইউসিএল বাংলাদেশে ইউনিলিভারের নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান। চলতি বছরের ৩০ জুন সেটফার্স্ট (জিএসকে গ্রুপ) এর কাছ থেকে গ্ল্যাক্স্যোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের ৮১ দশমিক ৯৮ শতাংশ মালিকানা কিনে নেওয়ার পর কোম্পানিটির নতুন নামকরণ করেছে ‘ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)’। এ অধিগ্রহণের আওতায় জিএসকে এর পুষ্টিগুণ সমৃদ্ধ জনপ্রিয় খাদ্য ও পানীয় ব্র্যান্ড হরলিক্স, বুষ্ট ও গ্লাক্সোস-ডি এর মালিকানা অর্জন করেছে ইউনিলিভার।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।