ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্টক এক্সচেঞ্জের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২০
স্টক এক্সচেঞ্জের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা বেশি

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই পুজিঁবাজারের সবধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সেক্ষেত্রে এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সব সময়ই বেশি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের বিএসইসি কার্যালয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করেই পুজিঁবাজারের সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। সেক্ষেত্রে এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সব সময়ই একটু বেশি থাকে। আমাদের উদ্দেশ পুুজিঁবাজারকে সামনের দিকে এগিয়ে নেওয়া। এ লক্ষ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে বিএসইসির পক্ষ থেকে সর্বাত্মক নীতিগত সহযোগিতা করা হবে।

এ সময় বিএসইসিএর কমিশনার খোন্দকার কামালুজ্জামান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, মো. আবুল হালিম এবং নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বাংলাদেশের সম্প্রতি অর্থনৈতিক অবস্থায় পুজিঁবাজারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এরই মধ্যে বিএসইসির সময়োপযোগী বেশকিছু পদক্ষেপ পুজিঁবাজারে আস্থা আনায়নে বিশেষ ভূমিকা রেখেছে। আরও উন্নয়ন এবং উৎকর্ষ সাধনের জন্য স্টক এক্সচেঞ্জের বিজনেস ডেভলপমেন্টের সুযোগ সম্প্রসারণ অতি জরুরি। উভয়ের সমন্বিত উদ্যোগ পুজিঁবাজারকে গতিশীল করবে। বিশেষ করে সময়োপযোগী কিছু প্রোডাক্ট এবং স্ট্র্যাটেজি পুজিঁবাজারকে আরও গাতিশীল করতে পারে যেমন নেটিং, এপিআই শেয়ারিং এবং টি প্লাস জিরোতে সেটেলম্যান্ট।

সিএসইর পক্ষ থেকে পুজিঁবাজারের উন্নয়ন এবং উৎকর্ষ সাধনের জন্য স্টক এক্সচেঞ্জের বিজনেস ডেভলপমেন্টের সুযোগ সম্প্রসারণের উদ্দ্যেশ্যে একটি প্রতিবেদন প্রদর্শন করা হয়। এটি উপস্থাপন করেন বিজনেস ডেভলপমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার মো. ফয়সাল হুদা।  

সিএসইর প্রতিনিধিদলে ছিলেন স্বতন্ত্র পরিচালক লিয়াকত হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশিদ এবং চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।