ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিটেন্সের প্রণোদনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
রেমিটেন্সের প্রণোদনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর ...

ঢাকা: প্রবাস থেকে বৈধ উপায়ে পাঠানো রেমিটেন্সের প্রণোদনা ২০১৯ সালের ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি ব্যাংকগুলোকে স্পষ্ট করে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এতে বলা হয়েছে, “বাংলাদেশি মালিকানাধীন শিপিং লাইন্স, এয়ারলাইন্স কোম্পানির বিদেশস্থ অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) ও বিদেশি শিপিং লাইন্স, এয়ারলাইন্সে কর্মরত বাংলাদেশি মেরিনার, এয়ার ক্রাফট পাইলটগণ এবং বিশ্বের বিভিন্ন দেশে-জাতিসংঘ বা অন্যান্য সংস্থা, প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) কর্মরত বাংলাদেশি কর্মকর্তাগণ বিদেশে অবস্থানকালীন সময়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে প্রেরণ করলে উক্ত অর্থের ওপর নগদ সহায়তা প্রাপ্যতার বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ প্রদান করা হয়েছিল।

তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, উক্ত প্রজ্ঞাপনে বর্ণিত অবিলম্বে কার্যকর বলতে কোন কোন ব্যাংক ২০১৯ সালের ১ জুলাই এবং কোন কোন ব্যাংক প্রজ্ঞাপন জারির তারিখ থেকে রেমিট্যান্স বিবেচনা করে গ্রাহককে ২ শতাংশ নগদ সহায়তা প্রদান করছে।

এতে করে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বিধায় কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা স্পষ্ট করা হলো। এ নির্দেশনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। ”

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।