ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা

ঢাকা: সিকিউরিটিজ সংক্রান্ত আইন ভঙ্গের দায়ে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসির ৭৪০তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এসআরআই বিভাগের পরিদর্শন প্রতিবেদনে সবুজ হাওলাদার নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে বেআইনিভাবে হিসাব খোলার বিষয়টি প্রমাণিত হয়েছে। এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সহযোগিতায় এ হিসাব খোলা হয়েছে। যা পরবর্তীতে বন্ধ করা হয়েছে। এছাড়া কোম্পানি সবুজ হাওলাদারের নামে জিডি ও মামলা করেছে, যা এখনও বিচারাধীন।

তাই সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন বুধবারের সভায় এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে। এ জরিমানা চিঠি পাঠানোর দিন থেকে ৩০দিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। অনাদায়ে অন্যান্য আইনানুগ পদক্ষেপের সঙ্গে সনদ বাতিল/স্থগিতের ব্যবস্থা নেওয়া হয়।

এছাড়া কমিশন সভায় সিকিউরিটি আইন ভঙ্গের কারণে তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করার সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনটি প্রতিষ্ঠানের নামোল্লেখ করা হয়নি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।