ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাল ও পেঁয়াজের বাজার মনিটরিং করা হচ্ছে: খাদ্যমন্ত্রী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
চাল ও পেঁয়াজের বাজার মনিটরিং করা হচ্ছে: খাদ্যমন্ত্রী  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: বাংলানিউজ

নওগাঁ: সারাদেশে ধান-চালের মজুদ পরিস্থিতি যাচাই করা হচ্ছে। প্রয়োজনে আমদানি করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয় চালকল মালিক গ্রুপের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় কালে একথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, কোনোভাবেই চালের দরে সিন্ডিকেট সহ্য করা হবে না। বোরো মৌসুমের সংগ্রহ উদ্দেশ্য সফল হয়েছে। তবে চুক্তি করেও যেসব মিলার চাল সরবরাহ করেননি তাদের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি বক্তা অধিকার এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৬টি দল সব সময় বাজার মনিটরিং করছে। তারা চাল এবং পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে।

মতবিনিময় সভায় মিল মালিক নেতৃবৃন্দ চাল আমদানি না করার পরামর্শগুলো তুলে ধরেন। একইসঙ্গে চাল পরিশোধে ব্যর্থ মিলারদের প্রতি সদয় হওয়ার আহ্বান জানানো হয় মিল মালিকদের পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা প্রশাসক হারুন আর রশীদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা মিল মালিক গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।