ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মূল মার্কেটে শেয়ার লেনদেনের অনুমতি পেলো মুন্নু সিরামিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
মূল মার্কেটে শেয়ার লেনদেনের অনুমতি পেলো মুন্নু সিরামিক লোগো

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতষ্ঠান মুন্নু সিরামিককে স্পট থেকে প্রত্যাহার করে মূল মার্কেটে লেনদেনের অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিএসইসি কোম্পানিটিকে স্পট মার্কেট থেকে প্রত্যাহার করে মূল মার্কেটে লেনদেনের অনুমতি দিয়েছে, যা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন মূল মার্কেটে শুরু হয়েছে।

এর আগে ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেনের নির্দেশ দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।