ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ বেনাপোল বন্দর

বেনাপোল (যশোর): ভারতে কালীপূজার কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে একদিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এপথে পাসপোর্টধারী যাএীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা
শহিদুল ইসলাম।

বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ভারতে কালীপূজা হওয়ায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে ফের আমদানি-রপ্তানি সচল হবে বলেও তিনি জনান।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।