ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সেবা সপ্তাহ পালন করবে বস্ত্র অধিদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
সেবা সপ্তাহ পালন করবে বস্ত্র অধিদপ্তর ...

ঢাকা: বস্ত্র অধিদপ্তর বস্ত্রখাতের শিল্প প্রতিষ্ঠানকে সেবা দিতে রোববার (৬ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত সেবা সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে।  

সেবা সপ্তাহে বস্ত্রশিল্প, আমদানি করা মেশিনারিজ ছাড়করণের সুপারিশ, ইমর্পোট পারমিট (আইপি) জারির সুপারিশ, মালিকানা সংশোধন প্রভৃতি সেবা ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেবে ‘পোষাক কর্তৃপক্ষ’।


 
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেবা সপ্তাহ উপলক্ষে বস্ত্রশিল্পের সংশ্লিষ্ট অংশীজন এবং উদ্যোক্তদের বস্ত্র অধিদপ্তরে সরকারি ছুটির দিন ছাড়া স্বয়ংসম্পূর্ণ আবেদনসহ সেবা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তৈরি পোশাক ও বস্ত্রশিল্প খাতকে আরও শক্তিশালী, নিরাপদ ও প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সরকারের এই লক্ষ্য অর্জনের জন্য দেশের তৈরি পোষাক ও বস্ত্র শিল্প ‘পোষাক কর্তৃপক্ষ’ হিসেবে বস্ত্র অধিদপ্তর তথা বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
জিসিজি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।