ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবুজা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
আবুজা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

ঢাকা: নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন ১৫তম আবুজা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অংশ নিয়েছে। আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসিসিআই) উদ্যোগে আয়োজিত এবারের বাণিজ্যমেলার প্রতিপাদ্য ছিল ‘সীমানা পেরিয়ে ব্যবসা-বাণিজ্যের প্রসার’।

 

রোববার (৬ ডিসেম্বর) আবুজার বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আবুজায় বাণিজ্যমেলা চলাকালে বাংলাদেশের স্টলে ছিল উপচে পড়া ভিড়। দর্শনার্থী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সম্ভাবনাময় আমদানিকারকদের মুখে ছিল বাংলাদেশের পণ্য সম্ভারের উচ্ছ্বসিত প্রশংসা। মিশনের আগ্রহে মেলার সাইড লাইনে অনুষ্ঠিত বৈঠক চলাকালে কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশের পাশাপশি বাংলাদেশের পণ্য আমদানির আগ্রহও ব্যক্ত করেন। মেলার শেষ দিনে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মনের কাছে একটি সার্টিফিকেট হস্তান্তর করেন আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক।  

সরকারের অর্থনৈতিক কূটনীতির নীতি অনুসরণ করে বাংলাদেশ হাইকমিশন আবুজার বাণিজ্যমেলায় অংশ গ্রহণ করে।
 
নাইজেরিয়ার শিল্প, ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী অতুনবা রিচার্ড আদেনিয়ী আদেবায়ো নাইজেরিয়ার ফেডারেল ক্যাপিটাল টেরিটরি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ মুসা বেলো ও আবুজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট প্রিন্স আডেটোকুনবো কাইওডেসহ অন্যান্যের উপস্থিতিতে গত ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এ মেলা উদ্বোধন করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন ছাড়াও অনেক দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়িক নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রীরা বাংলাদেশ স্টল ঘুরে দেখেন এবং স্টলে সাজানো পণ্যের প্রশংসা করেন। বাণিজ্যমেলা গত ২৪ নভেম্বর  থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্যের পসরা দিয়ে সাজানো হয় বাংলাদেশের বৃহৎ স্টল। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওষুধ, সিরামিক পণ্য, পাট ও চামড়াজাত পণ্য, তৈরি ও নিট পোশাক,  হস্তশিল্প, চা, বৈদ্যুতিক ও ইলেকট্রিক দ্রব্য এবং কৃষিজাত পণ্য। স্টলে মিশনের নিজস্ব সংগ্রহ ছাড়াও বাংলাদেশের বিখ্যাত কয়েকটি কোম্পানি (ওয়াল্টন গ্রুপ, মন্নু সিরামিকস, এসিআই লিমিটেড, মন্ডল গ্রুপ/এ্যাপোলো ফ্যাশন্স) কর্তৃক উপহার স্বরূপ প্রদত্ত রপ্তানিযোগ্য পণ্য প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। রপ্তানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ওপর বিভিন্ন আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। একই সঙ্গে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন কর্মকাণ্ড এবং বিনিয়োগের সুবিধাদি তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে বাংলাদেশ মিশন, আবুজা স্বাগতিক দেশসহ সমবর্তী দায়িত্বপ্রাপ্ত দেশ গুলোতে বিদ্যমান বাজার সম্প্রসারণের পাশাপাশি নতুন সম্ভাবনাময় বাজার অনুসন্ধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে নিবিড়ভাবে কাজ করে চলেছে। এর ধারাবাহিকতায় নাইজেরিয়ার বিভিন্ন মেলায় (২০১৮-২০১৯) সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন এ যাবত ছয়টি শ্রেষ্ঠ অংশগ্রহণকারীর পুরস্কার অর্জন করেছে।

প্রসঙ্গত, ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।