ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ষষ্ঠবারের মতো ‘সেরা ভ্যাটদাতার’ স্বীকৃতি পেলো বার্জার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ষষ্ঠবারের মতো  ‘সেরা ভ্যাটদাতার’ স্বীকৃতি পেলো বার্জার

ঢাকা: অর্থবছরে জাতীয় পর্যায়ে উৎপাদন খাতে ‘সেরা ভ্যাটদাতা’র স্বীকৃতি পেয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

সোমবার (১৪ ডিসেম্বর) বার্জার থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফআইসিসিআই) প্রেসিডেন্ট রূপালী চৌধুরী প্রতিষ্ঠানটির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন।   গত ১০ ডিসেম্বর এ পুরস্কার দেন জতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান।
 
এ নিয়ে রূপালী চৌধুরী বলেন, ‘দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বার্জার সবসময় ভ্যাট আইনের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ। আগামী দিনগুলোতেও আমরা এ ব্যাপারে আমাদের প্রতিশ্রুতি নিয়ে অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি, দেশের উন্নয়নে সব প্রতিষ্ঠানকেই আমরা ভ্যাট নীতিমালার ব্যাপারে দায়বদ্ধ হওয়ার আহ্বান জানাই। ’ 

দেশের শীর্ষস্থানীয় পেইন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) বিগত ২০১৭-২০১৮, ২০১৬-২০১৭, ২০১৫-২০১৬, ২০১৪-২০১৫ এবং ২০১০-২০১১  পাঁচ আর্থিক বছরেও ‘সেরা ভ্যাটদাতা’র পুরস্কার পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।