ঢাকা: দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ছাড়িয়েছে ৪ হাজার ২শ কোটি ডলার।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরের মধ্যেই রির্জাভ ৪ হাজার ২শ কোটি ডলার ছাড়ায় বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।
তিনি আরও বলেন, রির্জাভের এই অর্থ দিয়ে প্রায় এক বছরের আমদানি ব্যয় মেটানো যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা জানান, রেমিটেন্স, বিদেশি ঋণ ছাড় ও রপ্তানি আয়ের ইতিবাচক ধারায় রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েই চলেছে।
এর আগে চলতি বছরের ৮ অক্টোবর বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪ হাজার কোটি ডলার অতিক্রম করে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসই/এএ