ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
মহিমাগঞ্জে অর্ধদিবস হরতাল পালিত

গাইবান্ধা: আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অধর্দিবস হরতাল পালন করেছেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।  

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলাকালে সকালে মিছিল নিয়ে মহিমাগঞ্জ বাজারসহ আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন হরতালকারীরা।

পরে মহিমাগঞ্জ রেলস্টেশনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে রাখেন শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা। সকাল ১১টায় সান্তাহার থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করেন তারা।

এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) আখচাষি, শ্রমিক-কর্মচারী ও সুধী সমাজের যৌথ সংবাদ সম্মেলন থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

 

মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ রাষ্ট্রায়াত্ত ছয়টি চিনিকলে আখ মাড়াই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে টানা আন্দোলন করে আসছেন 
শ্রমিক-কর্মচারী ও আখচাষিরা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।