ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাউথ ইস্ট ব্যাংকের সঙ্গে ইভ্যালির চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
সাউথ ইস্ট ব্যাংকের সঙ্গে ইভ্যালির চুক্তি সাউথ ইস্ট ব্যাংকের সঙ্গে ইভ্যালির চুক্তি

ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো সাউথ ইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ে। এর মধ্যদিয়ে সাউথ ইস্ট ব্যাংকের ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে ইভ্যালিতে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ইভ্যালি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর মতিঝিলে অবস্থিত সাউথ ইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দু’টির মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল সাউথ ইস্ট ব্যাংক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা চাই গ্রাহকের সময় বাঁচিয়ে দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে। গ্রাহকরা যেন দ্রুততার সঙ্গে সহজ ও নিরাপদে পেমেন্ট করতে পারেন, সে লক্ষে আমরা দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ইভ্যালির সঙ্গে যুক্ত করেছি। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে এবং সহজেই তার কাঙ্খিত পণ্যটির মূল্য পরিশোধ করতে পারবেন।  

অনুষ্ঠানে ইভ্যালির প্রধান টেকনিক্যাল কর্মকর্তা (সিটিও) ওসমান গনি নাহিদ, টেকনিক্যাল শাখার পরিচালক মামুনুর রশিদ, নির্বাহী পরিচালক এহসান সরোয়ার চৌধুরী, নির্বাহী পরিচালক আরিফুল্লাহ খান, ব্যবসায় উন্নয়ন শাখার সিনিয়র ম্যানেজার অমিতাব চক্রবর্তী, সাউথ ইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।