ঢাকা: বুধবারের (৩০ডিসেম্বর) মধ্যে আয়কর সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম শেষ করার অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ কর বর্ষের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাগণের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হওয়ায় সেদিন সকল ব্যাংকের লেনদেন সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তাই আয়কর প্রদান সংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম ৩০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য সম্মানিত করদাতাগণকে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০২০
এসএমএকে/কেএআর