ঢাকা: ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টকে (ডিসিএইচটি) ৫০ লাখ টাকার অনুদান দিয়েছে জাপান।
ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও ডিসিটিএইচের সেন্ট্রাল কোর্ডিনেশন কমিটির পরিচালক ওমর শরীফ ইবনে হাসানের মধ্যে এই অনুদান চুক্তি সই হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, জাপান দূতাবাসে গ্র্যান্ট অ্যাসিসট্যান্স ফর গ্র্যাস-রুটস্ হিউম্যান সিকিউরিটি প্রোজেক্টের (জিজিএইচএসপি) অধীনে এই অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়।
এর আগে ডিসিএইচটি ‘ঢাকা জেলা নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা বাবস্থায় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ’ প্রকল্পের অধীনে অনুদান গ্রহন করে।
ডিসিএইচটি জনসাধারণের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও তৃতীয় স্তরের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এবং একইসঙ্গে স্বাস্থ্যসেবা বিতরণ পরিষেবা খাতে দক্ষ মানব সম্পদ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জিজিএইচএসপি অনুদানের আওতায় ডিসিএইচটি নবজাতক ও শিশু স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা দেওয়ার লক্ষ্যে ঢাকা কমিউনিটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয় ও স্থাপন করা হবে। নবজাতক ও শিশু যাদের শ্বাসযন্ত্রের রোগ আছে, এই প্রকল্পের মাধ্যমে বিশেষায়িত চিকিৎসা সহায়তা পাবেন।
জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য জিজিএইচএসপির মাধ্যমে ১৯৭টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। এই স্কিমের আওতায় বাংলাদেশ কর্মরত বিভিন্ন এনজিওকে সর্বমোট প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
টিআর/এএটি