ঢাকা: প্যারেন্ট কোম্পানি বা শেয়ার হোল্ডারদের কাছ থেকে স্বল্প মেয়াদে বৈদেশিক ঋণ নিতে পারবে সেবা শিল্প প্রতিষ্ঠান। আগে এ ধরনের ঋণ পেতো শুধু উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠানগুলো।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, তিন শতাংশ সুদে উৎপাদন ও সেবা কার্যক্রম শুরুর দিন থেকে ছয় বছর পর্যন্ত এই ঋণ সুবিধা নেওয়া যাবে। ঋণ হিসেবে প্রাপ্ত অর্থ নগদায়ন করা টাকার ওপর ৩ শতাংশ হারে ওই ঋণে আরোপ করা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
এসই/এমজেএফ