ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবাইল অপারেটরদের ভ্যাট কমেছে সাড়ে ৭ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
মোবাইল অপারেটরদের ভ্যাট কমেছে সাড়ে ৭ শতাংশ

ঢাকা: মোবাইল ফোন অপারেটরদের ফোরজি লাইসেন্স ইস্যু, নবায়ন বা স্পেকট্রাম ফি‘র উপর ভ্যাট সাড়ে সাত শতাংশ কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটা ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এনবিআর'র জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআর'র সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মোবাইল অপারেটরদের এসব সেবা পাওয়ার ক্ষেত্রে সাত দশমিক ৫০ শতাংশ ভ্যাট দিতে হবে।

রাজস্ব বোর্ডের মুসক নীতি বিভাগের প্রথম সচিব কাজী ফরিদ উদ্দিন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, জনস্বার্থে বিটিআরসি কর্তৃক মোবাইল অপারেটরদের অনুকুলে ফোরজি লাইসেন্স ইস্যু বা নবায়নের ক্ষেত্রে বিটিআরসি কর্তৃক প্রাপ্ত বা প্রাপ্য লাইসেন্স বা টেকনোলজি নিউট্রালিটি ফি (২জি ও ৩জি লাইসেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলেও) বা স্পেকট্রাম ফি বাবদ নির্ধারিত অর্থের উপর মূল্য সংযোজন করের পরিমাণ হ্রাস করা সমীচীন।

জাতীয় রাজস্ব বোর্ড মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২৬ এর উপধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে ফোরজি লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বিটিআরসি কর্তৃক প্রাপ্ত লাইসেন্স বা স্পেকট্রাম ফি বাবদ নির্ধারিত অর্থের ওপর সাড়ে সাত শতাংশের অতিরিক্ত মুল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করিলো।

বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০২১
এসএমএকে/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।