ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবছর হচ্ছে না বিমা মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এবছর হচ্ছে না বিমা মেলা ...

ঢাকা: জাতীয় বিমা দিবস পালন করা হলেও এবছর বিমা মেলা হচ্ছে না। অনিবার্য কারণে বিমা মেলা বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) মো. আব্দুস সালাম স্বাক্ষরিত এক চিঠি বিমা কোম্পানিগুলোর কাছে পাঠিয়ে বিমা মেলা বাতিল করার খবর জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের ১ ও ২ মার্চ অনুষ্ঠেয় বঙ্গবন্ধু বিমা মেলা-২০২১ অনিবার্য কারণে বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু বিমা মেলা-২০২১ এর সকল কার্যক্রম বাতিল করা হলো। তবে জাতীয় বিমা দিবস-২০২১ এর অন্যান্য কার্যক্রম বহাল থাকবে।

‘মুজিববর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার’ স্লোগানে সারাদেশে একযোগে দ্বিতীয়বারের মতো বিমা দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২১
এসই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।