ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এমডি নিয়োগে ব্যর্থতা, ডিএসইকে শোকজ করেছে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মে ১৭, ২০২১
এমডি নিয়োগে ব্যর্থতা, ডিএসইকে শোকজ করেছে বিএসইসি ...

ঢাকা: সাত মাস অতিবাহিত হলেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির জন্য যোগ্য ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। তাই এ ব্যর্থতার কারণ জানতে ডিএসইকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১৭ মে) বিএসইসির নির্বাহী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ সংক্রান্ত একটি চিঠি রোববার (১৬ মে) ডিএসইর চলতি দায়িত্বে থাকা ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বিএসইসি।

জানা গেছে, সাত মাসেরও বেশি সময় ধরে ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছে ডিএসই কর্তৃপক্ষ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিষ্ঠানটি যোগ্য ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করতে পারেনি। ফলে পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে ডিএসই নিজস্ব বিধি-বিধান লঙ্ঘন করেছে।

ডিএসই এ ব্যর্থতার দায় এড়াতে পারে না বলে মনে করছে বিএসইসি। তাই এ ব্যর্থতার কারণ জানতে ডিএসইর কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন।

বিএসইসি মনে করে, নির্ধারিত সময়ের মধ্যে (৯০ দিন) ডিএসই তাদের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ব্যর্থ হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) রেগুলেশন, ২০১৩ এর রেগুলেশন ১০(৩) লঙ্ঘন করেছে।

তাই, এ ব্যর্থতার কারণ ডিএসইকে লিখিতভাবে জানাতে বলেছে বিএসইসি। ব্যাখ্যা দেওয়ার জন্য ডিএসইকে মঙ্গলবার (১৮ মে) পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ২০২০ সালের ৮ অক্টোবর ডিএসইর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক পদত্যাগের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ওই বছরের ৪ নভেম্বর এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিএসই।  

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসএমএকে/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।