ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রীলঙ্কার সঙ্গে ২০ কোটি ডলার বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, মে ২৭, ২০২১
শ্রীলঙ্কার সঙ্গে ২০ কোটি ডলার বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক ...

ঢাকা: অর্থনৈতিক সংকট উত্তরণে শ্রীলঙ্কার সঙ্গে ২০ কোটি ডলার বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


 
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলঙ্কান রুপির সঙ্গে ডলারের অদল-বদল বা সোয়াপ করা হবে। এতে কিছু সুদও পাবে বাংলাদেশ ব্যাংক।
 
শ্রীলঙ্কার মোট দেশজ উৎপাদন কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার সঙ্গে দেশটির মুদ্রা  ‍রুপির বিনিময় হার কমে গেছে। ফলে টান পড়েছে বৈদেশিক মুদ্রার রির্জাভেও। বৈদেশিক মুদ্রার রির্জাভ বাড়াতে এশিয়ার বিভিন্ন দেশের কাছে ডলার ধার চেয়েছে শ্রীলঙ্কা।
 
তারই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রার রির্জাভ থেকে ২০ কোটি ডলার বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে।
 
গত মার্চ মাসে মুজিব শতবর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্ষে। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
 
ওই বৈঠকের আলোকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডব্লিউ ডি লক্ষণ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ডলার চেয়ে চিঠি পাঠান। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের ২৩ মে অনুষ্ঠিত পর্ষদ সভায় ২০ কোটি ডলার বিনিময়ের সিদ্ধান্ত অনুমোদন হয়।
 
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, মে ২৭, ২০২১
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।