ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য বাজেটে বরাদ্দ চাইলেন জসিম উদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মে ২৯, ২০২১
ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের জন্য বাজেটে বরাদ্দ চাইলেন জসিম উদ্দিন

ঢাকা: ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আসছে বাজেটে প্রণোদনার ব্যবস্থা করতে সরকারের প্রতি অনুরোধ করছি। এতে তারা ঘুরে দাঁড়াতে পারবে।

আমাদের ছোট ছোট অনেক সেবাখাত আছে তারা করোনায় পথে বসেছে। প্রধানমন্ত্রী আগে যে প্যাকেজ ঘোষণা করেছেন তাতে বড় ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হয়েছেন। ছোটদের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও অনেকেই সুবিধা পাননি। যারা পাননি তাদের কাছে টাকাটা পৌঁছানোর জন্য এফবিসিসিআই কাজ করবে। করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষতি মোকাবিলার জন্য প্রধানমন্ত্রী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটি প্যাকেজ বাজেটে বরাদ্দ দেবেন সেই আশা করছি।  

শনিবার (২৯ মে) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এফবিসিসিআই সভাপতি সাংবাদিকদের এসব কথা বলেন।  

এ সময় ২০২১-২৩ মেয়াদে নির্বাচিত এফবিসিসিআই পরিষদের অন্য নেতাকর্মীরাও উপস্থিতি ছিলেন।  

জসিম উদ্দিন বলেন, আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনা মোকাবিলা করা। তবে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন বলে আমরা ভালো আছি। করোনা মোকাবিলা করে স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ রইলো। তাহলে আমরা অনেকটা মোকাবিলা করতে পারবো।  

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে চাই। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে যাওয়ার জন্য এবং ২০৪১ সালে উন্নয়নশীল দেশে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রীর যে ভিশনগুলো নিয়েছেন সেগুলো ব্যবসায়ীরাই বাস্তবায়নের কাজ করবে। প্রধানমন্ত্রীর ভিশনগুলোর সঙ্গে একাত্মতা করেই আমরা এগিয়ে যেতে চাই। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমরা কাজ করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এফবিসিসিআই’র ২০২১-২৩ পর্ষদ কার্যক্রম শুরু করলো। এফবিসিসিআই’র কাজ হচ্ছে সরকারের পলিসিগুলোকে ব্যবসাবান্ধব করতে একসঙ্গে কাজ করা।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মে ২৯, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।