ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত মার্চ ও এপ্রিল মাসে এক হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে কেবল মার্চ মাসে রাজস্ব আদায় করেছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা।
আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে পাঠানো এক চিঠিতে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এ তথ্য জানান।
মহাপরিদর্শক জানান, মার্চ ও এপ্রিল মাসে উক্ত রাজস্ব আদায়ে দলিল সম্পাদন হয়েছে চার লাখ ৭৯ হাজার ৩৪০টি। এর মধ্যে মার্চ মাসে তিন লাখ ৫১ হাজার ৩১৫ টি এবং এপ্রিল মাসে এক লাখ ২৮ হাজার ২৫টি দলিল সম্পাদন হয়েছে।
মার্চ মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাগুলো হচ্ছে- যথাক্রমে ঢাকায় ২১৯ কোটি ৬৮ লাখ ২৬ হাজার ৬৭১ টাকা, চট্টগ্রামে ৬৯ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৮৮ টাকা, গাজীপুরে ৬৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা, নারায়ণগঞ্জে ৫৭ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৯০১ টাকা।
এপ্রিল মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলা হলো- যথাক্রমে ঢাকায় ৯৯ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৪৪৬ টাকা, চট্টগ্রামে ৪৩ কোটি ২৩ লাখ ৪ হাজার ৬১৭ টাকা, গাজীপুরে ২৭ কোটি ৯১ লাখ দুই হাজার ৭৫১ টাকা টাকা, নারায়ণগঞ্জে ২৫ কোটি ১০ লাখ ৮৭৩ টাকা।
আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম জানান, কোভিড-১৯ অতিমারির মধ্যেও নিবন্ধন অধিদপ্তরের অধীন কর্মকর্তা/কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের উপর অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব সুচারূপে সম্পন্ন করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বেগবান রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ০২, ২০২১
এমআইএইচ/এএ