ঢাকা: করোনা সংকটে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি। ২০২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (প্রবৃদ্ধি) হবে ৬.৮ শতাংশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ম্যানুফ্যাকচারিং শক্তিশালীকরণ, বৈশ্বিক অর্থনীতিতে অব্যাহত সম্প্রসারণ এবং সরকারের কার্যকর পুনরুদ্ধারের নীতির ওপর ভিত্তি করে এই পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ অর্থবছরে মুদ্রাস্ফীতি কিছুটা বেড়ে ৫.৮ শতাংশ, ঘাটতি অর্থবছরে জিডিপির ০.৬ শতাংশ হবে। তবে অর্থনীতির প্রধান ঝুঁকি হলো করোনা ভাইরাস রোগের পুনরায় বৃদ্ধি।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমআইএস/এনএসআর