ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আজ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
আজ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বন্ধ

ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন দেশের শেয়ার বাজার এবং বিমার অফিসিয়াল কার্যক্রমও বন্ধ থাকবে।

বাংলাদেশি মুসলমানরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে ভারতের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত।

এ বিষয়ে ১৪ অক্টোবর বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পাঠিয়েছে।

ওই সার্কুলারে বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০ অক্টোবর ছুটি নির্ধারণ করা হয়েছে।

ঈদে মিলাদুন্নবী হচ্ছে ইসলাম ধর্মের শেষ নবীর জন্মদিন। মুসলিম সম্প্রদায়কে দিনটি বেশ উৎসবের সঙ্গে পালন করতে দেখা যায়। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল-এর ১২ তারিখে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২১
এসই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।