ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল ইমিগ্রেশন-বন্দরে সতর্কতা জারি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
বেনাপোল ইমিগ্রেশন-বন্দরে সতর্কতা জারি বেনাপোল ইমিগ্রেশন-বন্দরে সতর্কতা

বেনাপোল (যশোর): করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও বন্দরে সতর্কতা জারি করা হয়েছে।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ডা. আজিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, ওমিক্রন রোধে সতর্কতা জারি করে সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চীন, হংকং, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, বতসোয়ানা, ইসরায়েল ও মরিশাস দেশ থেকে যেসব পাসপোর্ট যাত্রী বাংলাদেশে আসবে তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে হবে। এছাড়া ভারত থেকে আসা প্রতিটি পাসপোর্ট যাত্রীর শরীরের তাপমাত্রা মাপাসহ স্বাস্থ্য বিধি মেনে ইমিগ্রেশনে মধ্যে প্রবেশ করানো হচ্ছে।  

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে ইমিগ্রেশনের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। যে সব পাসপোর্ট যাত্রীরা মাস্ক ব্যবহার করছে না, তাদের ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে ফ্রি মাস্ক দেওয়া হচ্ছে। এছাড়া ইমিগ্রেশনের প্রবেশ পথে পুলিশের বাড়তি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।  

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান জানান, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ রোধে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাক জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এবং ট্রাকচালক ও হেলপারদের স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী (পিপিই), মাস্ক ব্যবহারসহ বন্দরের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তারা যেন বন্দরের বাইরে বের হতে না পারেন, সেজন্য নিরাপত্তায় থাকা আনসার সদস্যদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।