ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুর চেম্বার অব কমার্সের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
ফরিদপুর চেম্বার অব কমার্সের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ফরিদপুর: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফসিসিআই) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৬১১ জন ভোটারের মধ্যে ৫৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে জেনারেল শ্রেণিতে ১৬ জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মো. নজরুল ইসলাম (৩৮৪ ভোট), শামসুল আলম চৌধুরী (৩৫৩ ভোট), মো. মতিউর রহমান শামীম (৩৩৮ ভোট), মো. নজরুল ইসলাম (৩৩৩ ভোট), মো. মহাসিন শরীফ (৩১৯ ভোট), জিয়াউল হাসান মিঠু (৩১৯ ভোট), মতিউর রহমান নান্নু (৩০৯ ভোট), মনিরুজ্জামান মনির (৩০৬ ভোট), শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ (৩০৬ ভোট), মো. জাহিদুল ইসলাম (৩০২ ভোট), আব্দুর রউফ খান (২৯৬ ভোট), দীপক মজুমদার (২৮৮ ভোট), খলিফা কামাল উদ্দিন (২৫৫ ভোট), মো. আব্দুস সালাম বাচ্চু (২৪৯ ভোট), সৈয়দ আলী আশরাফ (২৪৬ ভোট) এবং মো. সিদ্দিকুর রহমান ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অ্যাসোসিয়েট শ্রেণিতে মো. আনসারুল হক (২০ ভোট), মো. লিয়াকত হোসেন লিটন (২০ ভোট), হাফিজুর রহমান খান (১৮ ভোট) এবং মানব কুমার সাহা (১৫ ভোট) পেয়ে বিজীয় হয়েছেন।

টাউন অ্যাসোসিয়েট শ্রেণিতে মো. মাসুদুল হক এবং মো. দেলোয়ার হোসেন দিলা নির্বাচিত হয়েছেন। এছাড়া গ্রুপ মেম্বার শ্রেণিতে নির্বাচিত হয়েছেন মো. শহিদুর রহমান মানিক।

এর আগে সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে এ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়।

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন কমিশনার প্রফেসর শাহজাহান মিয়া বাংলানিউজকে জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। নির্বাচনে ৬১১ জন ভোটারের মধ্যে ৫৫১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।