ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিসিএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
বিসিএসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) বার্ষিক সাধারণ সভা-২০২০ বুয়েট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শরিফ উদ্দিন।

সভায় উপস্থিত ছিলেন বিসিএসের ভাইস প্রেসিডেন্ট (এডমিন) প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া, ভাইস-প্রেসিডেন্ট (ফাইন্যান্স) রেজাউল করিম, ভাইস-প্রেসিডেন্ট (একাডেমিক) প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা, জয়েন্ট সেক্রেটারি (এডমিন) ফাহাদ জামান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি (ফাইন্যান্স) মোহাম্মদ শাহরিয়ার হোসেন খান, জয়েন্ট সেক্রেটারি (একাডেমিক) নজরুল ইসলাম ভূইয়া, ট্রেজারার ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম ও সোসাইটির সকল কাউন্সিলররা।

সভায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ ২০২০ সালের বার্ষিক আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন এবং ২০২১ সালের বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএসের কাউন্সিলর রবিন সরকার।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।