ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
ইসলামী ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি ইসলামী ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের মধ্যে চুক্তি।

ঢাকা: সম্প্রতি ইসলামী ব্যাংক ও এভারকেয়ার হাসপাতালের (চট্টগ্রাম) মধ্যে করপোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক ব্যাংকের চট্টগ্রাম জোন অফিসে স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার উপস্থিতিতে এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার ড. মো. ফজলে-ই-আকবর চৌধুরী ও ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস এ চুক্তি সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির ও মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইঁয়া, মিয়া মো. বরকত উল্লাহ, মো. ইয়াকুব আলী ও মিফতাহ উদ্দীন প্রমুখ।

এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এবং ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডাররা চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা পাবেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।