ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রণোদনা বাড়লো রেমিট্যান্সে, সার্কুলার জারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
প্রণোদনা বাড়লো রেমিট্যান্সে, সার্কুলার জারি

ঢাকা: চলতি ২০২১-২২ অর্থবছরে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তার হার বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত সার্কুলার পাঠানো হয়েছে।

এতে বলা হয়, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশে কর্মরত বাংলাদেশিদের কষ্টার্জিত আয় বৈধ উপায়ে দেশে পাঠানোয় উৎসাহ দিতে রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়ার বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫০ শতাংশ করেছে সরকার। বর্ধিত এ হার ২০২২ সালের ১ জানুয়ারি হতে কার্যকর হবে। রেমিট্যান্স পাঠানোর বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা সংক্রান্ত ইতোপূর্বে ইস্যুকৃত ধারাবাহিকতায় জারিকৃত সার্কুলার, পত্রগুলোর অপরাপর নির্দেশনাও যথারীতি বলবৎ থাকবে। সংশ্লিষ্ট সব পক্ষকে এ বিষয়ে অবহিতকরণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
এসই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।