ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩০০ কোটি নিট মুনাফার রেকর্ড গড়ল জনতা ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মে ৫, ২০২২
৩০০ কোটি নিট মুনাফার রেকর্ড গড়ল জনতা ব্যাংক

আগের প্রায় সব সংকটকে অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচক এখন ঊর্ধ্বগতিতে রয়েছে। ব্যাংকখাত বিশ্লেষকদের মতে এ অবস্থা অব্যাহত থাকলে ব্যাংকটি আবার  আগের অবস্থানে ফিরে যাবে ব্যাংকটি।

 

জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ব্যাংকের অনুমোদিত চূড়ান্ত আর্থিক বিবরণী অনুযায়ী জনতা ব্যাংক ৩০০ কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছে। যা ব্যাংকটি প্রতিষ্ঠার পর প্রথমবার নিট মুনাফায় এ রেকর্ড গড়ল। এছাড়া ব্যাংকের অপারেটিং প্রফিট (পরিচালন মুনাফা) এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

২০১২ সালের পর অপারেটিং প্রফিটে আবার ব্যাংকটি এ অবস্থান ফিরে পেয়েছে। ব্যাংকের লোকসানি ৫১ টি শাখা থেকে কমে এখন ৩৯ টি শাখায়  দাঁড়িয়েছে। ২০২০ সালে ব্যাংকটির ইপিএস যেখানে ছিল শতকরা ০.৬২ ভাগ ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৯৮ ভাগ।

শ্রেণিকৃত ঋণ হ্রাসে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে জনতা ব্যাংক। গত বছরের চেয়ে শ্রেণিকৃত ঋণ শতকরা ৫ দশমিক ০৮ ভাগ হ্রাস পেয়েছে। ১৩ হাজার ৭০০ কোটি টাকা থেকে এখন ব্যাংকটির মোট শ্রেণীকৃত ঋণ ১২ হাজার ৩০০ কোটি টাকায় নেমে এসেছে।

ব্যাংকটির মোট আমানত বেড়ে এখন ১ লক্ষ ২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া অ্যাডভান্স, রপ্তানি, স্প্রেড এবং ইল্ড অব অ্যাডভান্স (ঋণ থেকে আয়) বৃদ্ধি এবং কস্ট অব ফান্ড হ্রাস পেয়েছে। ব্যাংকের অন্যান্য সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত শনিবার এসব বিষয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মে ০৫, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।