ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোটালীপাড়ায় মেরীসহ ৬ জন পেলেন সেরা ভূমি করদাতার ক্রেস্ট 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ২৩, ২০২২
কোটালীপাড়ায় মেরীসহ ৬ জন পেলেন সেরা ভূমি করদাতার ক্রেস্ট 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে দু’টি প্রতিষ্ঠান ও ছয় ব্যক্তিকে সেরা ভূমি করদাতা হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়েছে।

প্রতিষ্ঠান দু’টি হলো বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি এবং এস এন ইনস্টিটিউশন।

ব্যক্তি পর্যায়ে সেরা ভূমি করদাতা হলেন- কোটালীপাড়া সদরের কাজী হাবিবা মাহমুদ (মেরী ), দক্ষিণপাড় গ্রামের ইমরান হাজরা, মাঝবা‌ড়ি গ্রামের বাচ্চু দাঁড়িয়া, লখন্ডা গ্রামের অঅনন্দ কুমার ওঝা ও খেজুরবা‌ড়ি গ্রামের চারু চন্দ্র গাইন।

এর আগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রোববার (২২ মে) সকাল ১১টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।  কাজী হাবিবা মাহমুদ (মেরী )

সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা চেয়াম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
 
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া শারমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।