ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ৭, ২০২২
বাংলাবান্ধা বন্দরে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি

পঞ্চগড়: কাস্টমস লাইসেন্সের ধারা-উপধারা সংশধোনসহ বিভিন্ন দাবিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে সারাদেশে ফেডারেশান অফ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট অ্যাসোসোসিয়েশনের ডাকে সারা বাংলাদেশের কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করে তারা।

এসময় সিঅ্যান্ডএফ এজেন্টরা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সিঅ্যান্ডএফ এজেন্টদের মৌলিক অধিকার পরিপন্থি কাস্টমস এজেন্ট লাইসেসিং বিধিমালা এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড এবং সিপিসি নির্ধারণের বিভিন্ন বিতর্কিত আইন বাতিলের দাবি সম্বলিত ব্যানার নিয়ে কাস্টমস অফিসের সামনে দাঁড়ান।

কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েসনের আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মুসা, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সাদেকুল ইসলামসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।