ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শেরপুরে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
শেরপুরে বসুন্ধরা সিমেন্টের হালখাতা

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় দেশের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পণ্য ‘বসুন্ধরা সিমেন্টের হালখাতা- ১৪২৯ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) দিনব্যাপী উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের আয়োজনে এ হালখাতা অনুষ্ঠিত হয়।



হালখাতা অনুষ্ঠানে শেরপুর উপজেলার প্রায় ১০০ জন রিটেইলার, ১০০ জন স্থানীয় বাড়িওয়ালা ও ১০০ জন রাজমিস্ত্রি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ জন সেরা বিক্রেতা নির্বাচিত হন।  

মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সের প্রোপাইটর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর রাজশাহী ডিভিশনের ডিভিশনাল সেলস্ ম্যানেজার মো. আতিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বগুড়া এরিয়ার এরিয়া সেলস্ ম্যানেজার মো. শাহাবুল ইসলাম, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. হাসিনুর রহমান ও শেরপুর টেরিটোরি অফিসার মো. আমিরুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক, আসাদুল ইসলাম, মিজানুর রহমান, সোহেল, মামুন, শামীম প্রমুখ।

প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপ সিমেন্ট সেক্টর রাজশাহী ডিভিশনের ডিভিশনাল সেলস্ ম্যানেজার মো. আতিকুর রহমান বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণে মানে বাজারের সেরা এবং মানের সঙ্গে কখনো আপস করে না। বসুন্ধরা সিমেন্ট উৎপাদনের শুরু থেকে গুণগত মান ধরে রেখেছে। এর কারণে বসুন্ধরা সিমেন্টের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং শেরপুর উপজেলায় শীর্ষে রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, রুপপুর বিদ্যুৎ প্রকল্প, মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প, রামপাল বিদ্যুৎ প্রকল্প, সাসেক-৬ লেন প্রকল্প, ঢাকা মেট্রোরেল প্রকল্প, এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মত বড় বড় স্থাপনাগুলোতে ব্যবহার হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে উপস্থিত সব রিটেইলার, প্রকৌশলী, বাড়িওয়ালা ও রাজমিস্ত্রিদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।