ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেলিটক ও ডিএমপির মধ্যে করপোরেট চুক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জুন ২৬, ২০২২
টেলিটক ও ডিএমপির মধ্যে করপোরেট চুক্তি

ঢাকা: টেলিটক বাংলাদেশ লিমিটেড ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের মধ্যে করপোরেট ডিজিটাল সার্ভিসেস সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

চুক্তির অধীনে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে টেলিটক করপোরেট ডিজিটাল সার্ভিসেস সেবা দিবে বলে শনিবার (২৫ জুন) টেলিটকের পক্ষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিআইজি (প্রশাসন) মীর রেজাউল আলম ও উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) টুটুল চক্রবর্তী এবং টেলিটকের পক্ষে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড ভ্যাস) তাহমিনা খাতুন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (ভ্যাস) আল-রাজ্জাকুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।