ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাবতলীতে মাঝারি-ছোট গরুর দাম বেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
গাবতলীতে মাঝারি-ছোট গরুর দাম বেশি গাবতলীর পশুর হাট। ছবি: রাজীন চৌধুরী

গাবতলী থেকে: ঈদুল আজহার বাকি মাত্র চারদিন। এখনো জমে ওঠেনি গাবতলীর পশুর হাট।

হাটে বড় গরুর তুলনায় মাঝারি ও ছোট গরুর দাম বেশি।  

বিক্রেতারা বলছেন, গো-খাদ্যের দাম বেশি হওয়ায় এবার কোরবানির মাঝারি ও ছোট গরুর দাম বেশি।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা যায়।  

কুষ্টিয়া থেকে সোমবার রাতে চারটি মাঝারি গরু নিয়ে হাটে এসেছেন হুমায়ুন। তিনি বলেন, গরুগুলো আমার পালা। হাটে তেমন ক্রেতা নেই। যারা আসছেন- গরু দেখে ও দাম শুনে চলে যাচ্ছেন। খুব কম ক্রেতাই গরুর দাম করছেন।

তিনি আরও বলেন, এবার মাঝারি গরুর দাম বেশি। কারণ গরুর খাদ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এবার ভুসি, খড় ও খইলসহ সব খাবারের দাম বেড়েছে।  

কুষ্টিয়ার মেহেরপুর থেকে ১২টি গরু এনেছেন আক্তার। তিনি বলেন, মাঝারি ও ছোট গরু নিয়ে হাটে এসেছি। এবার মাঝারি ও ছোট গরুর দাম বেশি যাবে। আমি আজকে একটি ছোট গরু ৫০ হাজার টাকায় বিক্রি করেছি।

তিনি আরও বলেন, হাটে ক্রেতা খুব কম আসছেন। এখন ক্রেতারা তেমন দাম বলছেন না। আশা করি শুক্রবার ক্রেতাদের ভিড় বাড়বে। এই বছরে গরুর খাদ্যের দাম অনেক বেশি ছিল তাই মাঝারি-ছোট গরুর দামও বেশি। আমার খরচ বেশি হয়েছে বলেই গরুর দাম বেশি চাইছি। আমার বাকি ১১টা গরু সব মিলিয়ে ১২ থেকে ১৩ লাখ টাকায় বিক্রি করতে পারলে বাড়ি চলে যাবো।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।