ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফরিদপুরে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
ফরিদপুরে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেফতার শেখ ফয়েজ আহমেদ

ফরিদপুর: গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলের দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

এদিন সন্ধ্যার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি এম এ জলিল বলেন, ওই ব্যাংকের কয়েকজন গ্রাহক তাদের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও স্থায়ী আমানতের (এফডিআর) টাকা আত্মসাতের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে শেখ ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। শেখ ফয়েজ ফরিদপুরে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।