ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে একদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
বেনাপোল বন্দরে একদিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

বেনাপোল (যশোর): ১৫ আগস্ট ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে (১৬ আগস্ট) সকাল থেকে আবার এ পথে আমদানি- বাণিজ্য সচল হবে।

 

সোমবার (১৫ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।  

এদিকে সরকারি ছুটিতে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও সচল থাকবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, জাতীর জনকের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবসে সরকারি ছুটি থাকায় এ পথে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল থেকে আবার এ পথে আবারো আমদানি রপ্তানি বাণিজ্য সচল  হবে।  

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।