ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫টি বিষয়ে পিকেএসএফর ট্রেডমার্ক সনদ লাভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
৫টি বিষয়ে পিকেএসএফর ট্রেডমার্ক সনদ লাভ

ঢাকা: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নাম ও মনোগ্রাম সঠিকভাবে ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে পাঁচটি বিষয়ে ট্রেডমার্কস সনদ লাভ করেছে সংস্থাটি।
 
সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে এই ট্রেডমার্ক সনদ লাভ করে বলে সোমবার (০৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
পিকেএসএফর উপ-মহাব্যবস্থাপক মো. মাহুফুজুল ইসলাম শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেডমার্কস সনদ লাভের পরিপ্রেক্ষিতে পিকেএসএফ-এর সঠিক নাম ও মনোগ্রাম গাঢ় সবুজ রঙে ব্যবহার করতে হবে।
 
এছাড়া, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পিকেএসএফ-এর নাম ও মনোগ্রাম-এর অপব্যবহার করে বা পিকেএসএফ-এর নাম ও মনোগ্রাম ব্যবহার করে প্রতারণা করে, সেক্ষেত্রে পিকেএসএফ ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
 
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এমআইএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।