ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্ব বিনিয়োগ সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২২
বিশ্ব বিনিয়োগ সপ্তাহ শুরু

ঢাকা: প্রতিবারের মতো এ বছরও ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করবে দেশের পুঁজিবাজার।  

সোমবার (৩ অক্টোবর) থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করা হবে।

এদিন বিএসইসির মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সেলিম উল্লাহ।

৬ অক্টোবর এএএমসিএমএফ এর আয়োজনে আগারগাঁওয়ের পর্যটন ভবনের শেলপ্রপাত কনফারেন্স হলে ‘রোল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। একই দিন ভার্চ্যুয়ালি সিএসইর আয়োজনে ‘সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টর রিসাইল্যান্স’ অনুষ্ঠিত হবে।

১০ অক্টোবর ডিএসই এবং ডিবিএর আয়োজনে ‘ইউজ অব ফাইটেক ফর ইনভেস্টর রিসাইলেন্স’ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে।

‘ভেনচার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর আয়োজনে ১১ অক্টোবর ‘বিল্ডিং এ ভাইব্রেন্ট স্ট্যাটআপ ইকো-সিস্টেম’ ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। একই দিন বিএএসএম ও বিআইসিএম এর আয়োজনে ভার্চ্যুয়ালি ‘ফাইন্যান্সিয়াল এডুকেশন অ্যান্ড ইনভেস্টরস রিসাইলেন্স অর সাসটেইনেবল ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে।

একই দিন বিএমবিএর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেসে স্ট্যাডিজ অনুষদে সেমিনার ফর দ্যা স্টুডেন্টস অব দ্যা ফ্যাকাল্টি অব বিজনেস স্ট্যাডিজ, ইউনিভার্সিটি অব ঢাকা অন দ্যা অকেশন অব ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক-২০২২’ অনুষ্ঠিত হবে।

এসিআরএবি এর আয়োজনে ১২ অক্টোবর ভার্চ্যুয়ালি ‘এনভায়র্নমেন্ট’ সোশাল অ্যান্ড গভর্ন্যান্স (ইএসজি) ইন ক্রেডিট রেটিং অনুষ্ঠিত হবে।

একই দিন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিস (বিএপিএলসি) এর আয়োজনে ভার্চ্যুয়ালি ‘ইনভেস্টর রিসাইলেন্স: চ্যালেঞ্জস অ্যান্ড অপর্চ্যুনিটিস’ অনুষ্ঠিত হবে।  

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এববিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন এবং এমসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম।

১৩ অক্টোবর শেষ দিন সিডিবিএল অ্যান্ড সিসিবিএল এর আয়োজনে লা মেরিডিয়ান হোটেলের জাফলং রাঙামাটি হল রুমে ‘সাসটেইনেবল ফাইন্যান্স’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২২
এসএমএকে/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।