ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণ শিল্পে জড়িতদের ডাটাবেজ দরকার: গাইবান্ধায় বাজুস নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
স্বর্ণ শিল্পে জড়িতদের ডাটাবেজ দরকার: গাইবান্ধায় বাজুস নেতারা বাজুসের মতবিনিময় সভা।

গাইবান্ধা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এর সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেছেন, বাজুসের সদস্য ছাড়াও স্বর্ণ শিল্পের সঙ্গে জড়িতদের ডাটাবেজ দরকার। সরকার ও বাজুসকে একসঙ্গে কাজ করে এই তথ্য ভাণ্ডার তৈরি করতে হবে।

 

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

সরকারের দিক থেকে এই শিল্পে কোনো সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি উল্লেখ করে ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, ডিজাইন ইনস্টিটিউট, তথ্য ইত্যাদি সবকিছু একসঙ্গে করে আগামী দিনের স্বর্ণ শিল্পের রূপরেখার জন্য গবেষণা প্রয়োজন। যা আমাদের দেশের স্বর্ণ শিল্পকে উন্নত সমৃদ্ধ করে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারবে।  

এসময় স্বর্ণ শিল্পে সরকারি সাহায্য-সহযোগিতার দাবি জানান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি আরও বলেন, বাজুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনেকগুলো বিষয় চিহ্নিত করেছে। যার মধ্যে অন্যতম ডিজাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। যেখানে স্বর্ণ শিল্পীসহ জড়িতরা ডিজাইন সংক্রান্ত শিক্ষা নিতে পারবে এবং উন্নত প্রযুক্তির মেশিনের ডেমো দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা যাবে।

তিনি বলেন, বাজুসের বর্তমান সভাপতি সায়েম সোবহান আনভীর গোল্ড ব্যাংক প্রতিষ্ঠার চিন্তা করছেন। যেখান থেকে আপনারা গোল্ড ফর্মে এ লোন নিতে পারবেন। এই শিল্পের লোকদের হয়রানি বন্ধ করতে হবে।  

বাজুস গাইবান্ধা জেলা শাখার সভাপতি মনিন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন- বিশেষ অতিথি বাজুসের উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, বাজুস কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের সদস্য সচিব মো. রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিং এর সদস্য এনামুল হক সোহেল, বাজুস গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সঞ্জু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবুল খায়ের মোরছালীন পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।